বৃষ্টিতে রাজশাহী মহানগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন মানুষ। আজ ৩ জুলাই বিকেল সাড়ে ৫টার পর থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিতে নগরের রেলগেট এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
জানা গেছে, তীব্র গরমের পর শনিবার বিকেল থেকে রাজশাহীর আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে সেই মেঘ আরো ভারিয়ে হয়ে নগরীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। বিকেল পৌণে ৬টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। ঝুম বৃষ্টিতে নগরের সড়কগুলোর ড্রেন দিয়ে পানি নামতে না পারায় সড়কে জলাবদ্ধতা শুরু হয়। নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। শুধু নগরের সড়কগুলোতেই নয় পাড়া-মহল্লার রাস্তাগুলোতেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করায় পানি বের না হতে পেরে এই জলাবদ্ধা। ড্রেন পরিস্কার ও তদারকির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তারা।
এস/আর