নিজস্ব প্রতিবেদক :
ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮-১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ট্রপিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়র বলেন, বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে আশা জাগানিয়া সাফল্য এনে দিয়েছে। নারী ক্রিকেটারাও ভালো করছে। আশা করছি এই ধারাবাহিকতা থাকার পাশাপাশি তারা আগামীতে আরো ভালো করবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশার সুজায়েত ইসলাম,
ডিসি বোয়ালিয়া আমির জাফর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজু আলম বেন্টু, বিসিবি অনুর্ধ-১৯ এর সিলেক্টর হান্নান সরকার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদ জামাল, জাতীয় ক্রীড়া পরিষদ রাজশাহীর উপ-পরিচালক নাসিরুল্লাহ, দেশ ট্রাভেল এর ম্যানেজিং ডিরেক্টর বজলুর রহমান রতন প্রমুখ। উল্লেখ, টুর্নামেন্টে ২২টি জেলার ৪৮টি দল অংশ নিয়েছিল। ২০ ওভারে নক আউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফাইনাল খেলায় মুখোমুখী হয় শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ও ক্লেমন দল। খেলায় ক্লেমনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।
খবর ২৪ ঘণ্টা/আর