1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৬০) নামের দুই সহোদর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই এলাকার চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পাহাড়পুর ঈদগাঁহ মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে সালিশ বৈঠক হয়।

একই ঘটনায় আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আবারও হাতাহাতি হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ রহমান কটার সমর্থক দুই ভাই নেহেদ আলী ও গোকুল আলী গুরুতর যখম হন।

আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওস) জাহাঙ্গীর আলম জানান, পাহাড়পুরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শাস্ত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team