খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলে সোমবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার পুলিশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী।
মন্ত্রী ইসা সিরোমা বলেন, ‘দুর্ভাগ্যজনক এক হামলায় আমাদের চার পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছে। কেমবংয়ে সোমবার ঠাণ্ডা মাথায় তাদের হত্যা করা হয়েছে।’ অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা রয়েছে।
উল্লেখ্য, ক্যামেরুনের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ লোক ইংরেজি ভাষায় কথা বলে। কিন্তু ৮৪ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়ার শাসনামলে দীর্ঘদিন ধরে এরা বঞ্চনার শিকার হয়ে এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ