1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর? - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর৷ যাওয়ার আগে ট্যুইট করে জানিয়েছিলেন, তাঁর রোগ নিয়ে কোনও স্পেকুলেশন না করা হয়৷ কিন্তু সেই নিষেধ শুনল কে? যথারীতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে গুঞ্জন৷ জল্পনা ছড়িয়েছে সোনালি বেন্দ্রের মতো নাকি ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর৷ সেই ক্যানসার নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে৷ সেই জন্যই মা কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যেও সামিল হতে পারেননি তিনি৷ চলে গিয়েছেন আমেরিকায় চিকিৎসা করাতে৷

সোশ্যাল মিডিয়া যখন ঋষি কাপুরের রোগ নিয়ে জল্পনায় ব্যস্ত তখন মুখ খুললেন ছেলে রণবীর কাপুর৷ জানান, রোগ ধরার পড়ার আগেই এই ধরনের জল্পনা করা ঠিক নয় তারা নিজেরাও জানেন না ঋষি কাপুরের রোগটা ঠিক কী? তিনি ক্যানসারে আক্রান্ত কিনা তা সব ধরনের মেডিক্যাল টেস্ট করার পরই বোঝা যাবে৷

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর বলেন, ‘‘আমরা এখনও তাঁর রোগের প্রকৃতি সম্পর্কে জেনে উঠতে পারিনি৷ বাবা নিজেও জানেন না তাঁর কী রোগ হয়েছে৷ এখনও কোনও শারীরিক পরীক্ষা হয়নি৷ তা স্বত্ত্বেও চারিদিকে রটে গিয়েছে বাবা নাকি ক্যানসারে আক্রান্ত৷ এবং সেটা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে৷ আগে তাঁর শারীরিক পরীক্ষা তো হোক৷ ফলাফল যাই হোক না কেন তা ঠিক সময়মতো জানিয়ে দেওয়া হবে৷ সবে বাবা আমেরিকা পৌঁছেছে৷ চিকিৎসা শুরু হবে৷ সব ধরনের প্রস্তুতি চলছে৷ রোগ ধরা পরার পরই চিকিৎসা, ওষুধ সব শুরু হবে৷ তার আগে এই সব জল্পনা বন্ধ হওয়া দরকার৷’’

আমেরিকা যাওয়ার আগে ঋষি কাপুর একটি ট্যুইট করেন৷ তাতে তিনি লেখেন, হ্যালো অল৷ কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নিচ্ছি৷ চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছি৷ সকল শুভাকাঙ্খীর কাছে আবেদন যেন তারা আমায় নিয়ে কোনও চিন্তা না করে৷ আর অবশ্যই যেন অপ্রয়োজনীয় জল্পনা না রটায়৷ খুব তাড়াতাড়ি ফিরে আসব৷

সূত্র মারফত জানা গিয়েছে ঋষির সঙ্গে আমেরিকা গিয়েছেন স্ত্রী নিতু সিং ও ছেলে রণবীরও৷ কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যেও তাদের কাউকেই সামিল হতে দেখা যায়নি৷ রণবীরের গার্লফ্রেন্ড আলিয়া ভাটকে অবশ্য কৃষ্ণা রাজের শেষকৃত্যে হাজির থাকতে দেখা গিয়েছে৷

জেএন  

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST