1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্যানসারের সঙ্গে যুদ্ধ, ইনস্টাগ্রামে নিউ লুকে সোনালি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

ক্যানসারের সঙ্গে যুদ্ধ, ইনস্টাগ্রামে নিউ লুকে সোনালি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুলা, ২০১৮

বিনোদন ডেস্ক: ভবিষ্যতে মানুষকে কোন অবস্থায় নিয়ে গিয়ে ফেলবে কেউ জানেনা। সে সাধারণ মানুষই হোক বা সেলিব্রিটি। সোনালি বিন্দ্রের মারণ রোগের খবর আজ কারও অজানা নয়। সেই দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াইও শুরু করে দিয়েছেন তিনি৷ ইনস্টাগ্রামে তিনি পোস্ট করলেন তাঁর নিউ লুক, যেখানে হেয়ারস্টাইল বদলে ফেলেছেন(চিকিৎসার কারণেই)৷

নিজের হেয়ার কাটের সেই যন্ত্রণাদায়ক ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি।এক গোছা চুল কেটে ফেলার সময় নিজেও কেঁদে ফেলেন সোনালি। নিজেকে শক্ত করে এই হেয়ার কাটের ভিডিও শেয়ার করেছেন সোনালি। চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন। সেখান থেকেই এই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন সোনালি৷

উল্লেখ্য, কিছুদিন আগেই ইরফান খান আক্রান্ত হয়েছেন এই দুরারোগ্য ব্যাধিতে। ফের অভিনেত্রী সোনালি বিন্দ্রের এই খবরে বিষাদের সুর বলিউডে। প্রায় সব তারকাই সাহস জুগিয়েছেন সোনালিকে।

প্রসঙ্গত, অফিসিয়াল স্টেটমেন্টে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী৷ হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত তিনি৷

অসুস্থতা নিয়ে তাঁর স্টেটমেন্ট, “যখন আমরা খারাপ কিছু আশা করি না, তখনই জীবন তোমাকে চমক দিয়ে বসে৷ সম্প্রতি আমি হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত হয়েছি৷ চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে৷ বেশ কয়েকদিন ধরে আমি শরীরে ব্যাথা অনুভব করছিলাম৷ ডাক্তারের কাছে যেতেই চিকিৎসা শুরু হয়৷ পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত৷ আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে আমি কৃতজ্ঞ৷ তাঁরা আমার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন, আমায় যেভাবে আমার সহযোগিতা করেছেন, তা আমি বলে বোঝাতে পারব না৷ আমি খুবই ভাগ্যবান যে আমি এমন মানুষদের আমার পাশে পেয়েছি৷ তাঁদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি৷

আমার এমনই পরিস্থিতি ছিল যা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না৷ সেই কারণে আমার চিকিৎসকরা আমায় যা যা উপদেশ দিয়েছেন, সেটাই অনুসরণ করে যাচ্ছি৷ আপাতত আমার চিকিৎসা নিউ ইয়র্কে চলছে৷ আমরা খুব আশাবাদী৷ প্রতিটি পদক্ষেপে আমরা খুব দৃঢ়৷ আশা করছি যাতে জীবনের এই লড়াইয়ে জয়ী হই৷ এসবের মধ্যেও আমি স্ট্রং থাকতে পেরেছি৷ তার কারণ একটাই৷ সকলের অবিশ্বাস্য সহযোগিতা৷ পরিবার ও বন্ধুদের পাশে নিয়েই লড়াইটা গ্রহণ করে নিয়েছি৷”

তাঁর এই যন্ত্রণাদায়ক ভিডিও নতুন করে আলোড়ন ফেলেছে ভক্ত এবং ঘনিষ্ঠদের মধ্যে৷

খবর ২৪ঘণ্টানই

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST