খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের টুইটার হ্যাকড হয়। আইডি ফিরে পাওয়ার পর অভিষেক লেখেন, হ্যাঁ, আমার টুইটার আইডি হ্যাকড হয়েছিল।
তিনি মজা করে বলেন, খুবই খুশি হলাম, তারা আমার আইডিকে হ্যাক করার উপযুক্ত মনে করেছে। তবে এখন সব কিছু স্বাভাবিক আছে।
যাইহোক, ছোট বচ্চনের টুইটার একাউন্ট হ্যাকড হওয়ার পর ফলোয়াররা গতকাল শনিবার তার অ্যাকাউন্টে অস্বাভাবিক কিছু পোস্ট দেখতে পান।
টার্কিশ ভাষায় লেখা কিছু ম্যাসেজ ও লিংকের পাশাপাশি এই একাউন্ট থেকে ‘আই লাভ ইউ ক্যাটরিনা কাইফ’ লিখে একটি ম্যাসেজও টুইট করা হয়।
এই ঘটনার পর অনেকেই বলাবলি করছেন ক্যাটরিনা কাইফের ভক্তরাই অভিষেকের টুইটার হ্যাকড করেছে হয়তো!
এদিকে টাইগার জিন্দা হ্যায় সিনেমার সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন ক্যাটরিনা। এই সিনেমায় সালমানের সঙ্গে নায়িকার রসায়ন পুরনো প্রেমকে নতুনভাবে উস্কে দিচ্ছে।
অন্যদিকে সম্প্রতি অবকাশ যাপন শেষে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিরেছেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন ও তাদের মেয়ে আরাধ্য বচ্চন। এই সফরে স্বামীর জন্মদিন পালন করেন ঐশ্বরিয়া। সেখানকার ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মাঝে তাদের দাম্পত্য জীবনে কলহের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে সুখেই আছেন অভিষেক-ঐশ্বরিয়া।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন