1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্যাটরিনাকে এড়িয়ে চলছেন তাঁর এক্স - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ক্যাটরিনাকে এড়িয়ে চলছেন তাঁর এক্স

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মে, ২০১৮

 

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কঅভিনেতা রণবীর কাপুরকে কয়েকদিনের মধ্যেই দু-ঘন্টার একটি ক্রিকেট শো হোস্ট করতে দেখা যাবে৷ ‘ক্রিকেট ফিনালে পার্টি তো বনতি হ্যয়’ শো’টি সম্প্রচারিত হবে আইপিএলের ফিনালে চলাকালীন৷ রণবীর কাপুর ছাড়াও এই শোয়ে দেখা যাবে সলমন খান. জ্যাকলিন ফার্নান্ডিজ, করিনা কাপুর খান, সোনম কাপুর এবং ক্যাটরিনা কাইফকে৷

সূত্রের খবর অনুযায়ী, এই প্রোগামে নাকি রণবীর কাপুর এক্স গার্লফ্রেন্ড ক্যাটরিনাকে এড়ানোর চেষ্টা করছেন৷ শ্যুটে দু’জনের দেখা হতে পারে বলে, শ্যুটিংয়ের টাইমিংই বদলে দেওয়া হয়েছে৷ সেই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “এই শোয়ের নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, যে সময় রণবীর সেটে ঢুকে, প্রস্তুতি নেবেন, সেই সময়ের মধ্যে ক্যাটরিনার শ্যুট শেষ করে নেওয়া হবে৷ আসলে রণবীরই চান না ক্যাটরিনার মুখোমুখি হতে৷ নির্মাতারা ঠিক করেছেন রাত ১০ টার পরই ক্যাটরিনার শ্যুটিং শুরু হবে৷ তার আগে রণবীরের শ্যুটিং শেষ হয়ে যাবে৷”

অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল৷ প্রসঙ্গত রণবীরকে তাঁর আগামী ছবি ‘সঞ্জু’ তে দেখা যাবে৷ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে রণবীর ছাডা়ও অন্যান্য ভূমিকায় রয়েছেন পারেশ রাওয়াল, মনিশা কইরালা, সোনম কাপুর, দিয়া মিরজা, অনুষ্কা শর্মা, সোনম কাপুর এবং করিশ্মা তান্নাকে৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন৷ অন্যদিকে ক্যাটরিনাকে দেখা যাবে আনন্দ এল রাইয়ের ‘জিরো’তে৷ তাঁর সঙ্গে মুখ্য ভূনিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, শাহরুখ খান৷ এবছর ডিসেম্বরে মু্কি পাবে ছবিটি৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST