খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি বরাবরই আগ্রাসী ঘরানার ক্রিকেটার। ক্যারিয়ারের শুরুর দিকে তার আচরণ নিয়ে অনেক সমালোচনা ছিল। বড় ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলার সঙ্গে আচরণেও পরিবর্তন এনেছেন ভারতীয় অধিনায়ক।
তবে ব্যাটিংয়ের সময় কোহলি এখনও বোলারদের কটু কথা বলেন। বাংলাদেশি পেসার আল আমিন হোসেন সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে এক লাইভ সেশনে জানালেন এমনটাই।
বিরাট কোহলি এখন বিশ্বসেরা ব্যাটসম্যান। তার সামনে বল করতে গেলে এমনিতেই অস্বস্তিতে থাকেন বোলাররা। কোহলির জবাবটা তো ব্যাটেই। তার মতো ব্যাটসম্যানের বাড়তি কথা বলার প্রয়োজন হওয়ার কথা নয়।
কিন্তু আল আমিন জানালেন, কোহলি ভালো ব্যাটসম্যান হওয়ার পরও বোলারকে উল্টাপাল্টা বলেন। টাইগার পেসারের ধারণা, প্রতিপক্ষ বোলারকে মানসিক অস্বস্তিতে ফেলার জন্যই এমনটা করে থাকেন ভারতীয় অধিনায়ক।
ফেসবুক লাইভ সেশনে আল আমিন বলেন, ‘ডট বল করলে প্রতিবারই বিরাট কোহলি পাল্টা স্লেজিং করে বসবে। ও গালাগাল করে। আসলে বোলারকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করে ও। চায় মানসিকভাবে অস্বস্তিতে ফেলতে।’
বড় ব্যাটসম্যানরা সাধারণত এমন করেন না, তাই কোহলির আচরণ কিছুটা অবাকই করেছে আল আমিনকে। তিনি বলেন, ‘আমি ক্রিস গেইল, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও অন্য গ্রেট ব্যাটসম্যানদের বল করেছি। কিন্তু কেউই এমন করে না। ভালো বল হলে ওরা সেটাকে ডিফেন্ড করে। কোনও কথা বলে না কেউ। কোহলি কিন্তু ওদের মতো নয়। ও পাল্টা স্লেজিং করে।’
এর আগে জাতীয় পেসার রুবেল হোসেনও একই রকম কথা বলেছিলেন। তামিম ইকবালের সঙ্গে এক লাইভ সেশনে তিনি জানান, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার সময় প্রচুর স্লেজিং করতেন কোহলি। রুবেল বলেন, ‘তখন ও খুব স্লেজিং করত। জাতীয় দলের হয়ে খেলার সময় ও হয়তো একটু কমিয়েছে। আমরা সবাই জানি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ও কেমন ছিল।’
খবর২৪ঘন্টা/নই