স্পোর্টস ডেস্ক: সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে টানা খেলার মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে তারা খেলছে নিউজিল্যান্ডে। আগামীকাল (শনিবার) ক্রাইস্টচার্চে শুরু হবে সফরের শেষ টেস্ট ম্যাচ। এরপর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলের প্রস্তুতি শুরু করবেন ভারতীয় ক্রিকেটাররা।
তবে তার আগে আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজ শেষ হতেই আবার দুই মাসব্যাপী আইপিএল। নিউজিল্যান্ডে যাওয়ার আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও বিরতিহীনভাবে খেলে গেছে বিরাট কোহলির দল।
এত ব্যস্ততার মাঝে ক্লান্তি ও অবসাদ চেপে বসাই স্বাভাবিক যেকোনো ক্রিকেটারের। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন অধিনায়ক কোহলি। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও থাকবেন না দলের সেরা তারকারা।
এমন গুঞ্জনে ক্ষেপেছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে কোনো খেলোয়াড়ের যদি টানা ব্যস্ততার কারণে ক্লান্তি বা অবসাদ চেপে বসে, তাহলে জাতীয় দলের খেলা বাদ না দিয়ে বরং আইপিএল থেকেই বিশ্রাম নেয়া উচিৎ। কেননা আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলা অনেক বেশি সম্মানের।
ভারতীয় ক্রিকেটার টানা খেলার ব্যাপারে কপিল বলেন, ‘যদি তারা (ক্রিকেটাররা) মনে করে যে ক্লান্তি চেপে বসে, তাহলে আইপিএল ছেড়ে দেয়া উচিৎ। কারণ সেখানে তারা দেশকে প্রতিনিধিত্ব করছে না। টানা খেলায় সমস্যা হলে, আইপিএলের সময় বিশ্রাম নিলেই হয়। আপনি যখন দেশকে প্রতিনিধিত্ব করছেন, তখন এর অনুভূতিটাই ভিন্ন।’
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘আপনি যখন কোনো সিরিজে টানা খেলতে থাকেন, তখন রান বা উইকেট না পেলে- অবসাদ চেপে বসাই স্বাভাবিক। আপনি সারাদিনে ২০-৩০ ওভারে বোলিং করে ৭ উইকেট পেয়ে গেলে দেখবেন কোনো ক্লান্তি নেই। কিন্তু ১০ ওভারে যখন ৮০ রান দিয়ে বসেন, কিন্তু উইকেট পান না- তখন ঠিকই ক্লান্ত লাগবে। এটা পুরোপুরি মানসিক বিষয়। আপনার মস্তিষ্ক, হৃদয় এভাবেই কাজ করে। পারফরম্যান্স করতে পারলেই আপনার ভালো লাগবে।’
খবর২৪ঘন্টা/নই