বান্দরবান প্রতিনিধি: সমাজের অজ্ঞানতার কালো অন্ধকারকে দুর করে সমাজকে ধর্মীয় চেতনায় নিয়ে যেতে হলে কোরআন, গীতা , বাইবেল ,এিপিঠকের চচ্ছা করতে হবে। কারন তার মধ্যে লুকিয়ে আছে সমস্ত জীবন সস্তা, যা মানব জাতির অক্সিজেন।
সকালে পেকুয়া উপজেলার বারবাকলিয়া লোকনাথ মন্দিরের গীতা উৎসব ও বস্ত্র বিতরন অনুষ্টানে এই ধর্মীয় অনুভুতি সকলের সামনে তুলে ধরেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও তরুন আওয়ামী লীগের বান্দরবান জেলার সভাপতি ডা:প্রিন্স সেন।
এই সময় অনুষ্টানে অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কুমার বিশ্বাস , বাদল দাশ , প্রিয়তোষ শর্মা, পলাশ কান্তি নাথ রনি ,সহ আরো অনেকে ।
অনুষ্টানে ডা: প্রিন্স সেন বলেন আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিটি মানুষের মাঝে আগে ধর্মীয় ভাব গড়ে তুলতে হবে , হিংসা হানাহানি ভুলে ভালবাসার মনোভাব গড়ে তুলতে হবে সবার মাঝে , আর তার জন্য সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । কারন ধর্মই পারে একমাত্র জীবনকে বদলে দিতে যারা জীবনে উচ্চ পর্যায়ে গিয়েছেন তারা সকলে ধর্মের পথ অনুসরন করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন তাই আমাদের তাদের পথ অনুকরন করে সামনের দিকে চলতে হবে, তাহলে সবার মধ্যে জাগ্রত হবে ধর্মীয় অনুভুতি।কারন বর্তমান সময় খুবই সংকটময় সময় ,কালের পরিক্রমায় মানুষ ধর্ম থেকে আস্তে আস্তে দুরে সরে যাচ্ছে আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ধর্মীয় কাজে মনোভাব গড়ে তুলতে হবে তাহলে সমাজে এগিয়ে যাবে।
পরিশেষে অনুষ্টানে গরীর মানুষের মাঝে শীত বস্ত্র ও গীতা বিতরন করে অনুষ্টানের সমাপ্তি করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।