তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে গতকাল সোমবার সকাল সাড়ে ৮ থেকে বিকাল ৫টা ২০ মিনিট পর্যন্ত একটানা পল্লী বিদ্যুত না থাকায় এফ ফিডারের আওতার প্রায় ৩০টি গ্রামের মানুষ পড়েছিল চরম বিপাকে। এতে ওই সব গ্রামের মানুষ গৃহস্থলী কাজে পড়ে ছিলো চরম বিপাকে। আর ওই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিদ্যুত না থাকায় শিক্ষার্থীরা গরমের ক্লাস করতে না পেরে বাড়ি চলে যান। প্রচন্ড গরমের জন্য বিভিন্ন পরিবারের বৃদ্ধ মানুষরা অনেকেই অসুস্থ হয়ে পড়ে ছিলো।
ওই এলাকার গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যুত কর্মকতারা আমাদের কোন নোটিশ বা এলাকায় মাইকিং না করে একটানা টেনে রেখে গ্রহকদের বিপাবে ফেলেছিলেন। অনেকের বাড়িতে পানির অভাবে গোসল পারেনি। কোন মতে রান্না কাজ করা গেলেও কৃষকরা তাদের আমন ক্ষেতে সেচ দিতে পারেনি। বিদ্যুত না থাকায় ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়।
এনিয়ে তানোর পল্লী বিদ্যুতের এ জি এম সানোয়ার হোসেন জানান, এফ ফিডার এলাকার গাছের ডাল পালা কাটার জন্য বিদ্যুত লাইন বন্ধ ছিল। এখন লাইন স্বাভাবিক আছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন