বিনোদন,ডেস্ক: শুক্রবার মানেই আড্ডা, লেট নাইট পার্টি, মুভি ডে৷ শুক্রবার মুভি রিলিজের দিনে ফিল্মবাফদের উত্তেজনা একেবারে তুঙ্গে৷ অ্যাডভান্স বুকিংয়ের জন্য চটপট দেখে নিন কী কী মুভি রয়েছে আপনাদের জন্য৷
টলিউড :
‘উড়নচণ্ডী’ : অভিষেক সাহার ডেবিউ ছবি ‘উড়নচণ্ডী’। পরিচালকের কথায় বার বার উঠে এসেছে বাংলায় এই ধরনের ছবি আগে হয়নি। নিম্নবিত্ত বিহারী মেয়ের চরিত্রে দেখা যাবে “বিন্দি” অর্থাৎ সুদিপ্তাকে। শুক্রবার হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। ছবির পোস্টার এত আকর্ষণীয়, যে ট্রেলার নিয়ে মানুষের প্রত্যাশা ও ছিল দ্বিগুণ। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রোডাকশন থেকে মুক্তি পাচ্ছে এই ছবি।
ঝাড়খণ্ড বর্ডারে বাস করে বিহারী মেয়ে বিন্দি। নিচু সমাজের মেয়ে ধ্যান-ধারণাও একেবারেই অন্যরকম। মেয়ে হয়ে জন্মালে অত্যাচারিত হতে হবে দিনের পর দিন, ধর্ষণ , শ্রিলতাহানি এসব তো মেয়েদের সঙ্গেই হয়, সে মেয়ে হোক বা মহিলা কেউই বাদ যায়না কাঙ্ক্ষিত পুরুষদের হাত থেকে। আর এমনই এক ধ্যান ধারণা পোষণ করে রেখেছে বিন্দি। এই ধারণা থেকে বেড়িয়ে আশা কি তাঁর পক্ষে সম্বভ? তার উত্তর দেবে “উড়নচণ্ডী”।
তিন জন মেয়ের গল্প নিয়ে তৈরী এই ছবি। তিন জনই আলাদা আলাদা জেনারেশন এর । ছবিতে অভিনয়ে দেখা যাবে চিত্রা সেন, রাজনন্দিনী পাল, সুদিপ্তা চক্রবর্তী। সমাজের সমস্থ অত্যাচারিত মেয়ের হয়ে রুখে দাঁড়াবে অভিষেক সাহার “উড়নচণ্ডী”।
বলিউড :
‘কারওয়াঁ’: এছবিতে মালয়ালম সুপারস্টার দুলকির সলমনের চরিত্রের নাম অবিনাশ। ট্রেলারে দেখা গিয়েছিল তাঁর কাছে খবর আসে গঙ্গোত্রী সফরে যাওয়ার সময় মৃত্যু হয়েছে তাঁর বাবার। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে তার ঠিকানায়। কিন্তু বাবার দেহ আনতে গিয়ে চমকে ওঠে অবিনাশ। বাবার বদলে কফিনে রয়েছে এক বৃদ্ধ মহিলার দেহ। জানা যায়, বদলে গিয়েছে মরদেহ। এবার বাবার দেখা পেতে অবিনাশকে যেতে হবে কোচিতে। এই সফরে তাঁর সঙ্গে শামিল হয় দুই অদ্ভুত সঙ্গী শওকত (ইরফান খান) ও তানিয়া (মিথিলা পালকর)। ছবি পরিচালনায় আকর্ষ খুরানা৷
‘ফানে খান’ : বেলজিয়ামের ছবি ‘এভরিবডিস ফেমাস’ রিমেক হল ‘ফ্যানি খান’৷ এই মিউজিকাল কমেডিতে অনিল কাপুর একটি উঠতি তরুনী গায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন৷ ছবিতে তিনিও একজন সঙ্গীতকার তবে তিনিও একজন স্ট্রাগলার৷ সঙ্গীতের জগতে তাঁর মেয়েরও নাম হবে, এই আশা নিয়েই ফন্দি আঁটে সেই ব্যক্তি৷ শহরের নামী এক গায়িকার অপহরণ করেন তিনি৷ সেই নামী গায়িকারে ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন৷
প্রায় ১৮ বছর পর আবারও এক ছবিতে কাজ করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অনিল কাপুর৷ ‘হম আপকে দিল মে রেহতে হ্যাঁয়’ পর স্ক্রিন স্পেস শেয়ার করছেন এই অভিনেতা-অভিনেত্রী৷ তবে এবারে কেউ কারও বিপরীতে নয়৷ সম্পূর্ণ অন্য ধাঁচের ছবিতে একে অপরের সঙ্গে অভিনয় করছেন, ‘ফ্যানি খান’ ছবিতে৷ ছবির পরিচালক অতুল মঞ্জরেকর৷
হলিউড :
‘মামা মিয়া’ : এই মিউজিকাল কমেডির পরিচালনায় রয়েছেন ওল পার্কার৷ ‘মামা মিয়া’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি এটি৷ ডোনা, তানিয়া এবং রোজিকে কেন্দ্র করেই ছবির চিত্রনাট্য তৈরি৷ ছবিতে অভিনয় করেছেন, মেরিল স্ট্রিপ, অ্যামান্ডা সিফ্রেড, পিয়ার্স ব্রসনন, লিলি জেমস৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন