বিনোদন ডেস্ক: টেলিভিশন দুনিয়ায় যেখানে রুবিনা দিলায়ক এবং অভিনব শুক্লার বিয়েতে সকলে মজেছিলেন সেখানেই চুপিচুপি দানা বেঁধেছে নতুন এক প্রেমকাহিনি৷ ‘বেহাদ’ ধারাবহিকের হিরো কুশাল টন্ডনের নতুন প্রেমিকাকে নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা৷ ‘হামারি বহু রজনীকান্ত’ সিরিয়ালের ফিমেল লিড ঋদ্ধিমা পণ্ডিতই নাকি কুশালের নতুন গার্লফ্রেন্ড৷ এমনই খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে টেলিপাড়ায়৷ কুশাল এবং ঋদ্ধিমার প্রেমালাপে সরগরম সোশ্যাল মিডিয়া৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কুশাল, ঋদ্ধিমার সঙ্গে একটি ছবি আপলোড করেছিলেন৷ ছবিতে কেবল ঋদ্ধিমা আছেন তাই নয়৷ রয়েছে ভরপুর রোম্যান্স৷
টেলি অভিনেত্রীর প্রেমে পাগল কুশাল৷ এমনটাই বলছে তাঁদের ঘনিষ্ঠ সূত্র৷ সম্প্রতি আপলোড করা ছবিটি দেখে নেটিজেনরা পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছে যে ঋদ্ধিমা এবং কুশাল এক অপরকে ডেট করছেন৷ আজকাল প্রায়ই দু’জনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়৷ এমনকি ভাইরাল ছবিটি একটি বিশেষ অনুষ্ঠানের৷ ঋদ্ধিমার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি থ্রো করেছিলেন কুশাল৷ সেই পার্টির ক্যানডিড মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরা৷ যা এখন সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে ঘুরছে৷
তাঁদের প্রেমের গুঞ্জন বেশষ কয়েকদিন ধরেই চলছিল৷ এ বিষয় অভিনেত্রী জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ব্যাপারটা বন্ধুত্বের নাম দিয়ে ধামাচাপা দিয়ে দেন৷ ঋদ্ধিমা কথায়, “আমরা শুধু ভালো বন্ধু৷ এর বেশি কিছু নেই আমাদের মধ্যে৷ আমি কুশালের সঙ্গে কাজ করেছি৷ আর কোস্টারের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়৷ ইনফ্যাক্ট আমাদের একটা গ্রুপও রয়েছে৷ সেখানে তো করিশ্মা শর্মাও রয়েছে৷ তাহলে এসব গুজব আমাকে কেন্দ্র করেই কেন ছড়াচ্ছে বুঝতে পারছি না৷ করিশ্মাকে নিয়ে কেউ কোনও কথা বলছে না, তাহলে আমি কেন? আমি সিঙ্গল বলে?”
খবর ২৪ঘণ্টা/ নই