1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোথায় বসছে বিয়ের আসর?নিজেই জানালেন সোনম - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

কোথায় বসছে বিয়ের আসর?নিজেই জানালেন সোনম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক‘সোনম কাপুরের বিয়ে’ চারিদিকে হইহই রব। নিত্যদিন নতুন নতুন খবরে ভরছে গসিপের ডালি। তবে এখনও পর্যন্ত জট আটকে বিয়ের ভেনুতে। জল্পনার সূত্র ধরে, রাজস্থান থেকে দুবাই হয়ে মুম্বই ঘুরে, এবার সোনামের বিয়ের আসর বসছে সুইজারল্যান্ডে। আর মুম্বই থেকে বন্ধু-বান্ধব ও আত্মীয়দের-মেয়ের বিয়েতে নিয়ে যাওয়ার জন্য, কাপুর পরিবারের তরফ থেকে নাকি ভাড়া করা হয়েছে গোটা একটা বিমান।

বলিঅন্দরের খবর, অনিল কন্যা সোনামের ওয়েডিং ডেস্টিনেশন হতে চলেছে সুইজারল্যান্ডে৷ দুই পরিবার মিলিয়ে প্রায় ১৫০ জনের মতো আত্মীয় পরিজন যেতে পারেন এই বিয়েতে৷ যার জন্য একটি আস্ত বিমানও ভাড়া করা হয়েছে৷ মে মাসের প্রথমদিকেই নাকি বিয়ে জন্য সুইজারল্যান্ড পাড়ি দেবেন বর ও কনে।

তবে এসব জল্পনায় হঠাৎ জল ঢেলে দিলেন সোনম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ে জিনিসটা তাঁর কাছে নাকি ব্যয় সাপেক্ষ৷ যার জন্য সে ভারতের মধ্যে কোথায় বিয়ে করতে চাইছেন তিনি৷” তাছাড়া জানান, ” বেশিদূরে বিয়ে করলে বয়স্কদের পক্ষেও যাওয়াটা চাপ হতে পারে।” তা সব দিক বিচার করে ভারতের মাটিতেই সাত পাকে নিজেদের বাঁধতে চান এই হট কাপল৷

যদিও বিয়ের ডেস্টিনেশন কোথায় হতে পারে তা এখনও জল্পনাই রয়েছে সকলের কাছে৷ আপাতত নায়িকাসহ গোটা পরিবার ব্যস্ত শপিং নিয়ে৷ বাদ নেই তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা৷ বিয়ের এই প্রস্তুতির মাঝেই নিজের আপকামিং ছবি ‘বীরে দি ওয়েডিং’-এর প্রমোশনেও রয়েছে তাঁর উপস্থিতি৷ তবে এই এই মাসের পর বিয়ে অবধি প্রচার নিয়ে ভাবতে চান না নায়িকা৷ মে মাসের ৭ কিংবা ৮ তারিখ বিয়ের পিড়িতে বসতে চলছেন সোনম ও আনন্দ আহুজা৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST