নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাব অভিযান চালিয়ে এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের এক কেজি ৫৫ গ্রাম হেরোইনসহ মাহবুব আলম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী উপজেলা সদরের বাররশিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। বাররশিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আটক করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে যে, সদর
উপজেলার বাররশিয়া গ্রামে নিজ বাড়িতে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী মাহবুব অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে কোম্পানী কমান্ডার এএসপি আজমল হোসেনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বাররশিয়া গ্রামের মাহবুব আলম বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ৫৫ গ্রাম (আনুমানিক মূল্য-১,১৫,৫০,০০০/- (এক কোটি পনের লক্ষ পঞ্চাশ হাজার টাকা) সহ মাদক ব্যবসায়ী মাহাবুবকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
এস/আর