1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোটিপতির লড়াইয়ে অংশ নিচ্ছে রাজশাহীর ১ হাজার প্রতিযোগী - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০১ জানয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

কোটিপতির লড়াইয়ে অংশ নিচ্ছে রাজশাহীর ১ হাজার প্রতিযোগী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
সাতচল্লিশ বছরে বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা সব মিলিয়ে আমরা কে, কী, কখন, কোথায়, কেন, কীভাবে আছি এসব প্রশ্ন আর উত্তর নিয়ে ইনডিপেনডেন্ট টিভিতে শুরু হচ্ছে কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’। আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী মহানগরীতে হবে মেধাভিত্তিক কুইজ প্রতিযোগীতার পরীক্ষা। কুইজে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও কুইজ ইতোমধ্যেই শেষ হয়েছে। রাজশাহী বিভাগে রেজিস্ট্রেশন করেছিলো মোট ১০ হাজার ৭৩ জন। এর মধ্যে এক হাজার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মেধাভিত্তিক কুইজ পরীক্ষায়। আর এই কুইজ পরীক্ষা ৫ অক্টোবর রাজশাহী রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ কুইজের বিস্তারিত জানান। এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ভাইস

প্রেসিডেন্ট ও রাজশাহী শাখার ব্যবস্থাপক কাজী শরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলাদেশ জিজ্ঞাসার’ প্রথম পর্ব থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত প্রতিটি পর্বের অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিভিন্ন অঙ্কের পুরস্কার। পুরো প্রতিযোগিতায় মোট ১ কোটি ৭৭ লাখ টাকার পুরস্কার পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি থাকছে দর্শকদের জন্যও আকর্ষণীয় পুরষ্কার। অনলাইন প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একযোগে বিভাগীয় পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখান থেকেই ‘বাংলাদেশ

জিজ্ঞাসা’ মঞ্চে আসার সুযোগ পাবেন ৮টি বিভাগ থেকে বাছাই করা ৮ জন করে মোট ৬৪ জন প্রতিযোগী। পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন পাবেন এক কোটি টাকা। প্রথম রানার-আপ পাবেন ২৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১৫ ও ৫ লাখ টাকা। সেমিফাইনালে বিদায়ী ৪ জন ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা, কোয়ার্টার ফাইনালে বিদায়ী ৮ জন ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা, দ্বিতীয় রাউন্ডে বিদায়ী ১৬ জন ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা, প্রথম রাউন্ডে বিদায়ী ৩২ জন ২৫ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা পাবেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST