খবর২৪ঘণ্টা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার কারণেই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে মিরপুর ১৪ নাম্বারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে (৫৭ ধারা) রাশেদের বিরুদ্ধে মামলা করেন ছাত্রলীগ নেতা আল নাহিয়ান খান জয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন বুধবার রাত ৮টা ৮ মিনিটে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে যান।
লাইভের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাশেদ বলেন, ‘মনে হচ্ছে এটা তার বাপের দেশ, সে একাই দেশের মালিক, ইচ্ছামতো যা ইচ্ছা তাই বলবে আমরা কোনো কথা বলতে পারবো না।’
এজাহারে বাদি ছাত্রলীগ নেতা নাহিয়ান উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য সুস্পষ্ট মানহানী ঘটায়। রাশেদ বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
জানা গেছে— ঢাবি জহুরুল হক হলের ছাত্র এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় মামলার সময় রাশেদের লাইভে ধারণ করা বক্তব্য ও বিভিন্ন সময়ে ফেসবুকে ছড়ানো গুজবের স্ক্রিনশট পুলিশের কাছে জমা দিয়েছেন।
রাশেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান।
তিনি বলেন, শাহবাগ থানায় নাহিয়ান নামে এক ব্যক্তির করা মামলায় রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, রোববার সকালে রাশেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এমনটা আমরাও শুনেছি।
খবর২৪ঘণ্টা.কম/নজ