নাটোর প্রতিনিধিঃ সরকারী চাকুরীতে কোটা পদ্ধতি সংস্কারের বিপক্ষে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে নাটোর জেলা প্রশসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন এ্যাড. বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধহত মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা কমিটির সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে স্বাধিনতা বিরোধিরা কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছে। মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এই দেশকে স্বাধীন করেছে। তাদের এই ন্যায় সঙ্গত অধিকার বাস্তবায়নের পথে আজ স্বাধীনতার বিরুদ্ধের সেই অপশক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে কোটা সংস্কারের পক্ষের শক্তিকে শক্ত হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ