শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দ্রুতগামী কোচের চাপায় প্রাণ গেল এক অটো ভ্যান চালকের। রবিবার দুপুরে মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুপুরের দিকে মহাসড়কের পশ্চিমপার্শ্ব থেকে পুর্বপার্শ্বে পার হচ্ছিল অটোভ্যান চালক মোস্তফা (২৬)। এসময় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে শেরপুর উপজেলা হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
নিহত মোস্তফা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মো. হাবিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন