খবর ২৪ঘণ্টা ডেস্ক: সার্বিয়া ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপের থেকে ছিটকে যেতে বসে ছিলেন ব্রাজিল ডিফেন্ডার মার্সেলো৷ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে রক্ষণভাগের এই শক্ত খিলাড়িকেই মাঠে ফেরাচ্ছে ব্রাজিল৷ সার্বিয়া এবং মেক্সিকো ম্যাচে মার্সেলোর জায়গায় দলে এসেছিলেন ফিলিপ লুইস৷
বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামার সাংবাদিকদের ব্রাজিলের কোচ জানান দলে ফিরছেন মার্সেলো৷‘আমি মার্সেলো ও ফিলিপ লুইসের সঙ্গে কথা বলেছিলাম৷ দুটো ম্যাচে লুইস খুব ভালো খেলেছে৷ কিন্তু মার্সেলো ফিরে আসছে৷ আসলে এবারের বিশ্বকাপে অঘটন ঘটিয়ে বিশ্বকাপের আসরের বাইরে গেছে ফুটবল বিশ্বের অনেক বড় নাম তাই দল গঠনে কোনও ফাঁক রাখতে চাইছেন না কোচ তিতে৷
সার্বিয়ার সঙ্গে ম্যাচের শুরুতেই পিঠে ব্যাথা অনুভব করেন মার্সেলো৷ এরপর মাত্র ১০ মিনিটে চোখের জলে মাঠ ছাড়েন সেলেগাও রক্ষণের অন্যতম শক্তিশালী অস্ত্র৷ সার্বিয়া ম্যাচে মার্সেলোর মাঠ ছাড়ার পর প্রশ্ন উঠেছিল, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কি খেলতে পারবেন মার্সালো? টুইট করে সেনেগাও ডিফেন্ডার জানিয়েছিলেন কোন সমস্যা নেই তিনি ফিট৷ রবিবার ব্রাজিল দলের সঙ্গে প্র্যাক্টিসে মাঠে নেমেছিলেন মার্শেলো৷
কিন্তু সোমবার মেক্সিকোর বিরুদ্ধে তাঁকে অবশ্য দলে রাখেনি ব্রাজিল৷বিশ্বকাপের নক-আউট পর্বে মেক্সিকোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার ব্যাপারে মরিয়া ছিলেন মার্সালো৷ কিন্তু মার্সালোর চোট নিয়ে শঙ্কিত সেনেগাও কোচ জানিয়েছিলেন, ‘ ও অনুশীলনে এসেছিল৷ দলের সঙ্গে অনুশীলনও করেছে৷ ওর সঙ্গে কথা হয়েছে৷ জানতে চেয়েছিলাম ওকে দলের জন্য বিবেচনা করব কি না৷ মার্সেলো আমাদের জানিয়েছে ও খেলতে চায়৷ কিন্তু আমাদের মনে হয়েছে শারীরিক অবস্থা নিয়ে কিছু গোপন করতে চাইছে ও৷ এটা করা স্বাভাবিকও৷
দলের প্রতি ওর ভালোবাসা অন্য রকম৷ ও এই ম্যাচ খেলতে চাইলেও আমি কোনও ঝুঁকি নিতে চাই না৷’
খবর ২৪ঘণ্টা/ নই