1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: অবৈধ অভিবাসী ইস্যুতে কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড। সোমবার হাউজ অব কমন্সে ‘উইন্ডরাশ জেনারেশন’ কেলেঙ্কারির বিষয়ে বিবৃতি দেয়ার কথা রয়েছে তার। আগে থেকেই পদত্যাগের বিষয়ে চাপে ছিলেন তিনি।

বিবিসি জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী রাডের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে সরকারি কমিটিকে ‘অসাবধানতাবশত বিভ্রান্ত’ করেছেন।

গত ২৪ এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (১৯৭৩ সালের আগে) যুক্তরাজ্যে আসা কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের কোনো ডকুমেন্ট ছাড়াই ন্যূনতম ফি’র বিনিময়ে ব্রিটিশ নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছিলেন রাড।

অভিবাসন সংক্রান্ত সরকারি কমিটিকে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। যদিও ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে রাড বলেছিলেন, ‘অভিবাসন কোটা নির্ধারণ করা হয়েছে’।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ান অ্যাবোট রাডের পদত্যাগের সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এই সঙ্কটের স্থপতি’ হচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। অ্যাবোট বলেন, ‘গেলো সপ্তাহে আম্বার রাড পার্লামেন্ট ও জনগণকে ভুল তথ্য দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী অবগত ছিলেন কিনা’ সেটি হাউজ অব কমন্সের সামনে ব্যাখ্যা দিতে হবে।
অব্যাহত চাপের মুখে রোববার সন্ধ্যায় রাড প্রধানমন্ত্রী থেরেসা মেকে টেলিফোন করে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।

এদিকে, আম্বার রাডের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
মে বলেন, আমি ‘অত্যন্ত দুঃখিত’ যে এ পদত্যাগপত্র গ্রহণ করতে হচ্ছে। সে যা অর্জন করেছে সেটি নিয়ে তার গর্ব করা উচিত।

সোমবার সকালেই রাডের উত্তরসূরির নাম ঘোষণা করবে ব্রিটিশ সরকার।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST