খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেরালার শবরীমালা মন্দিরের দরজা ৪১ দিন পরে খোলার দিন আজ সব বয়সের মহিলাদের ঢুকতে দেওয়া হলো না।
গত কয়েক দিন ধরেই যে কোনও মূল্যে মন্দিরে মহিলা প্রবেশ আটকানোর ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল। শেষপর্যন্ত আদালত, প্রশাসন ও প্রতিবাদীদের আশঙ্কা সত্যি প্রতিপন্ন করে শবরীমালার পুরোহিতবৃন্দ ও তাঁদের কট্টর ভক্তের দল আজ মন্দিরমুখী সব রাস্তা অবরোধ করে রাখে। খবর করতে যাওয়া মহিলা সাংবাদিকদের পুলিশের সামনেই মারধর করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে তারা। রাজ্যের কিছু বিজেপি নেতাও তাতে যোগ দেন। মারমুখী ভক্তদের কয়েকজনকে গ্রেফতার করা হলেও শেষ রক্ষা হয়নি। সব বয়সের মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি। নিগৃহীত একজন সাংবাদিক মৌসুমী সিং ঘটনাস্থল থেকে জানান..মহিলাদের মেরেধরে জোর করে আটকে কট্টরপন্থীরা প্রাথমিক ভাবে জয়ী হল। এখন প্রশাসন আদালতের রায় অনুযায়ী মহিলাদের অধিকার রক্ষা করে কিনা, সেটাই দেখার।
খবর২৪ঘন্টা / সিহাব