1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন টেলি অভিনেতা করণ প্যাটেল? - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন টেলি অভিনেতা করণ প্যাটেল?

  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ছোটপর্দায় তিনি হ্যান্ডসাম হাঙ্ক৷ ক্যামেরার সামনে তাঁর স্বভাব, ব্যবহারে পঞ্চমুখ টেলি দর্শকরা৷ কিন্তু পর্দায় পেছনে তাঁর কীর্তিতে নাজেহাল সেটের একাংশ৷ তিনি হলেন অভিনেতা করণ প্যাটেল৷

২০০০ সালে ‘কাহানি ঘর ঘর কি’ দিয়ে টেলিভিশনের পর্দায় ডেবিউ করেন করণ৷ এরপর ‘কাসৌটি জিন্দিগি কি’, ‘কেসর’, ‘করম আপনা আপনা’র মতো একাধিক সিরিয়াল দিয়ে নিজের পরিচিতি পান তিনি৷ পাশাপাশি প্রযোজক একতা কাপুরের সুনজরেও আসেন তিনি৷ সম্প্রতি ‘ইঁয়ে হ্যায় মহোব্বাতে’ সিরিয়ালে মুখ্যচরিচত্রে দেখা যায় তাঁকে৷ তবে অভিনেতা কেরিয়ারগ্রাফ যতটা উর্ধ্বমুখী ততটাই নিম্নমুখী তাঁর ব্যবহার৷ কখনও দেরী করে সেটে পৌঁছানো, কখনও আবার নেশায় বুঁদ হয়ে সেটে ঝামেলা করা মতো খবর অতীতে একাধিকবার পেজ থ্রি-র শিরোনামে স্থান পেয়েছে৷

তবে সম্প্রতি এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুললেন করণ৷ অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের নয়া টক শো ‘জাজবাত’-এ এসে তাঁর আচরণ নিয়ে একাধিক প্রশ্ন করা হয়৷ উত্তরে তিনি জানান, “আমি অতীতে একাধিক মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার করেছি৷ আসলে একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়৷ জীবনটা হতাশায় ভরে যায়৷ যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি৷” কথাগুলি বলতে গিয়ে অভিনেতা কেঁদে ফেলেন৷ যদিও এগুলো অভিনেতা শো-টির প্রোমোতে বলেছেন৷ কিন্তু কেন তাঁর জীবনে হতাশায় ভরে যায় তা জানতে দেখতে হবে এই টক শো-টি৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST