খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই সামনে এসেছিল, এষা গুপ্তা নাকি ঠোঁটে অস্ত্রপচার করিয়েছেন৷ এবার শোনা গেল একা এষা নন৷ প্লাস্টিক সার্জারি করিয়েছেন শ্রীদেবীও৷
শ্রীদেবী ও তাঁর স্বামী বনি কাপুর অনুরাগ বসুর সরস্বতী পুজোয় যোগ দিতে গিয়েছিলেন৷ সেখানে শ্রীদেবীর ছবি প্রকাশ্যে এসেছে৷ সেখানে শ্রীদেবীর ঠোঁট ফোলা লাগছিল৷ তখন থেকেই গুজব উঠতে শুরু করে শ্রীদেবী সম্ভবত ঠোঁটের সার্জারি করিয়েছেন৷ সম্প্রতি একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে৷ সেখানে অনেকে মন্তব্য করেছেন, শ্রীদেবী নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করেছেন৷
তবে শ্রীদেবী কিন্তু এ বিষয়ে স্পিকটি নট৷ আর তাতে গুজবের পারদ চড়ছে আরও৷ অনেকেই বলছে মৌনতা নাকি সম্মতির লক্ষণ৷
শ্রীদেবী বা এষা কাপুরের আগে আরও অনেক বলিউড অভিনেত্রী ঠোঁটে প্লাস্টিক সার্জারি করেছেন৷ পরিণীতি চোপড়া, বাণী কাপুর, অনুষ্কা শর্মা এই তালিকায় পড়েন৷ অনুষ্কা তো ঠোঁটে প্লাস্টিক সার্জারির পর সমালোচনায় বিদ্ধ হয়ছিলেন৷
কিছুদিন আগে রিলিজ করেছে শ্রীদেবী অভিনীত ছবি মম৷ ছবিটি মা ও সত্ মেয়ের গল্প৷ ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়ওয়ার৷ মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী৷ সত্ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সজল আলি৷ এছাড়া অক্ষয় খান্না ও নওয়াজউদ্দিন সিদ্দিকিও ছিলেন ছবিতে৷ আর্মেনিয়ার ভারতীয় দূতাবাসের অ্যানুয়াল ফিল্ম ফেস্টিভালে ছবিটি এবছর দেখানো হবে৷
খবর ২৪ ঘণ্টা.কম/ জন