একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, মুহাম্মদ নূর আলম সরদার, ইমন মিয়া, আতিকুর রহমান, জয়নাল আবেদীন জনিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠন সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “২১ ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালি জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি।
বিএ/