1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কৃষি জমি রক্ষায় অভিযান: লাখ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কৃষি জমি রক্ষায় অভিযান: লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই ভেকু চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কিসমত গনকৈর ইউনিয়নের উজানখলসী পূর্বপাড়া বিলে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযান সুত্রে জানায়, অনুমোদন ছাড়া কৃষি জমির টপসয়েল কেটে পুকুর খনন করা হচ্ছে। এমন অভিযোগে ঘটনাস্থল থেকে মোট ছয়জনকে আটক করা হয়।

পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১)ধারায় ভেকু চালক সাইফুল ইসলাম ও আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ খননে ব্যবহৃত ভেকু মেশিনটি নিষ্ক্রিয় করা হয়।

এছাড়া ভেকুর কাজ করা চার কিশোরের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ভবিষ্যতে এমন অপরাধে জড়াবে না—এই মর্মে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়েছে ।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু বলেন, “ফসলি জমি নষ্ট করে অনুমোদন ছাড়া পুকুর খনন সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থে ও কৃষি জমি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।”

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team