1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কৃতির হট ডান্সের নেশায় বুঁদ সাইবারবাসী! দেখুন ভিডিও - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

কৃতির হট ডান্সের নেশায় বুঁদ সাইবারবাসী! দেখুন ভিডিও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আইপিএলের ফাইনাল চলাকালীন ‘ফিনালে পার্টি তো বানতি হ্যয়’ শো টি সম্প্রচারিত হচ্ছে৷ সেখানে হোস্ট হিসেবে পারফর্ম করছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্ণান্ডেজ, কৃতি শ্যানন৷ প্রথম পারফরমেন্স ছিল কার্তিক আরিয়ানের৷ কার্তিক ছাড়াও অন্যান্য সেলেব্রিটিদের গ্র্যান্ড পারফরমেন্সে ভরে ওঠে সন্ধ্যা৷ ‘রেস থ্রি’ টিমের পাওয়ার প্যাকড ডান্সও থাকবে বলে শোনা গিয়েছে৷ কৃতি শ্যাননের পারফরমেন্সের দেখার আগে তাঁর ডান্স রিহারসালের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷

ভিডিওতে হট প্যান্ট এবং টিশার্ট পরে রিহারসাল রুমে নাচ্ছেন কৃতি৷ তাঁর ছবি ‘রাবতা’ ছবির টাইটেল ট্র্যাকেই প্র্যাক্টিস করতে দেখা গেল তাঁকে৷ ‘রাবতা’ গানটি ছাড়াও ‘বারেলি কি বরফি’, ‘হিরোপান্তি’, ‘দিলওয়ালে’ ছবির বিভিন্ন ট্র্যাকে পারফর্ম করবেন কৃতি৷ ভিডিওতে তাঁর সেক্সি মুভজে ঝড় উঠেছে ইন্টারনেটে৷ এর আগেও আইপিএলের লাস্ট সিজনের ওপেনিং সেরিমনিতে স্টেজ কাঁপিয়েছিলেন কৃতি৷

দ্বিতীয় বারও যে তাঁর পারফরমেন্স যে সকলে মুগ্ধ করে দেব তা তাঁর প্র্যাক্টিসের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি আপলোড করেছেন কৃতি৷ যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে৷ কৃতির পাশাপাশি ক্যাটরিনার পারফরমেন্সের প্রশংসায় ভরে উঠছে দর্শকমহল৷ ‘স্যোয়াগ সে সোয়াগত’ গানে ক্রপ টপ পরে নেঁচে ক্রাউডকে তাক লাগিয়েছেন সিনেমহলে৷

https://www.instagram.com/p/BjOwHVVhEi5/?taken-by=kritisanon

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST