খবর২৪ঘণ্টা ডেস্ক: দেশের চলামান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের চলমান সার্বিক পরিস্থতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে দলের মহাসচিব মর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র এবং কূটনৈতিক উইংয়ের সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয় কূটনীতিকদের কাছে তুলে ধরবে বিএনপি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন