খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত, বেশকিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য ছিলেন। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই মো. রাশেদুল ইসলাম ও কনস্টেবল মো. আহাদুল ইসলাম আহত হয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাঙ্গায় মহাসড়কে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় মহাসড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও শটগানের পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাতপরিচয় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ