খবর২৪ঘণ্টা ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমোল্লা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব-১১ ক্রাইম প্রিভেশন কোম্পানি-২ কুমিল্লার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
র্যাবের ভাষ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে। পরে বিস্তারিত জানানো হবে।
আবুল ফয়সল বলেন, ফারুক হোসেন নামের এক ব্যক্তি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন