খবর ২৪ঘণ্টা ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সিএনজি চালিত অটোরিকশটার ৪ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের মধ্যে এক শিশু ও দু’জন নারী রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি নজরুল।
খবর ২৪ঘণ্টা/ নই