1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কুমিল্লায় বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে (ডিবি) ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ডাকাত বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার ছেছড়াপুকুরিয়া গ্রামের আ. রহমানের ছেলে রাসেল (২৮) ও একই উপজেলার কুরুইন গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক (২৪)।

বিষয়টি নিশ্চিত করে ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, ‘নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত দলটি গত ১৯ ডিসেম্বর রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের দেবিদ্বারের জাফরগঞ্জের গ্রামের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তার ভাই জহিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করেছিল। এছাড়াও এ দলটি আরও কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল।’

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় ১০-১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে।

এসময় ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য ফারুক ও রাসেল এবং ডিবির এসআই নজরুল ইসলামসহ ৫ ডিবি সদস্য আহত হয়। আহত ডাকাত সদস্যদের কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST