খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাক ও লেগুনা সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ জন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেবপুর হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. সাফায়াত হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে লেগুনাটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে কলসানগরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেবপুর হরিণধরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই লেগুনাযাত্রীর মৃত্যু হয়।
পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/নই