1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কুমিল্লার দুই ওসিকে প্রত্যাহারে সিইসিকে মির্জা ফখরুলের চিঠি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

কুমিল্লার দুই ওসিকে প্রত্যাহারে সিইসিকে মির্জা ফখরুলের চিঠি

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: কুমিল্লা-৩ আসনে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের প্রত্যাহার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হকের কর্মী-সমর্থক, ভোটারদের ওপর পুলিশী প্রশ্রয়ে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন হামলা করছে বলেও আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন তিনি।

লিখিত অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুরাদনগর থানার ওসি এ কে এম মঞ্জুরুল আলম ও বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমানের ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকজন বিএনপি প্রার্থীর কর্মী-ভোটারদের ওপর হামলা-মামলা, মারধর, হয়ারনি ও ভয়ভীতি প্রদর্শন করছে। প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ এবং প্রচার-প্রচারণা করতে পারছেন না। মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসি ধানের শীষের প্রচারণায় বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

অভিযোগে তিনি জানান, দুই ওসি নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার হয়রানির হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলছেন। একদিকে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, অন্যদিকে পুলিশ প্রশাসনের অন্যায়ভাবে গ্রেপ্তার হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারণা করতে পারছে না। এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসিকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারে বিশেষ অনুরোধ করেন বিএনপির মহাসচিব।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST