1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
কুমিল্লাকে ১৭৫ রানের চ্যালেঞ্জ খুলনার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লাকে ১৭৫ রানের চ্যালেঞ্জ খুলনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

রয়েল খান স্পোর্টস ডেস্ক: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ের জন্য ১৭৫ রানের চ্যালেঞ্জ ছুঁরে দিয়েছে তৃতীয় স্থানে থাকা খুলনা টাইটানস। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় খুলনা টাইটান্স। ব্যাট করতে নেমে দারুন সূচনা করে খুলনার দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও মাইকেল কিলিঙ্গার। ৫৫ রানের এই জুটি ভাঙেন আল আমিন হোসেন। ২১ বলে ৪টি চার আর দুই ছক্কায় ৩৭ রান করেন শান্ত।

দলীয় ৮৭ রানে সলোমন মিরের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক ওপেনার মাইকেল কিলিঙ্গার। তার আগে ২৯ রান করেন তিনি। এরপর মাহমুদউল্লাহার ২৩, আরিফুল হকের ৩৫ এবং কার্লোস ব্রার্থওয়েটের ২২ রানের ভর করে ১৭৪ রানের পুঁজি পায় খুলনা টাইটানস। কুমিল্লার বোলার আল আমিন হোসেন ৫২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

শীর্ষে থেকেই শেষ চার খেলবে কুমিল্লা। তাই পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থেকে শেষ চারে খেলার আশা ধরে রাখতে এ ম্যাচে জয় প্রয়োজন খুলনার।

এবারের আসরে লিগ পর্বে নিজেদের এগারতম ম্যাচ খেলতে নেমেছে কুমিল্লা। এখন পর্যন্ত ১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তামিমের কুমিল্লা। অপরদিকে, ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে মাহমুদুল্লাহ’র খুলনা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST