1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলা, ২০২৩

কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার (০৭ নভেম্বর) সংহতি দিবস পালন উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দুপুরে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে স্লোগান দিলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়রসহ সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হন।

এদিকে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ ও কিছু শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সভাপতি রুহুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও নাজমুল আলমসহ বেশ কয়েকজন নেতা আটকা পড়েন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিনা উস্কানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে ১৮জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন বাংলানিউজকে জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST