খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কিডনিতে পাথর হলে কিছু উপসর্গ দেখা যায়। যার মাধ্যমে আপনি অনায়েসেই বুজতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে। আসুন জেনে নেই উপসর্গগুলো সম্পর্কে-
১। পেটের ব্যথা কিংবা কোমরের দু’দিকে ব্যথা হলে সর্তক থাকুন।
২। মূত্র ত্যাগের সময় ব্যথা অনুভব করা।
৩। প্রয়োজনের অতিরিক্ত ম্ত্রূ ত্যাগ হওয়া।
৪। মূত্র ত্যাগের সময়, মূত্রের সঙ্গে রক্ত বেরলে সাবধান হন
৫। মূত্র ত্যাগের পর যদি মূত্রের সঙ্গে বাজে গন্ধ বেরোয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ
৬। বমির প্রবণতা।
৭। কিডনিতে কোনও সমস্যা থাকলে জ্বর আসতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ