খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: এই প্রজন্মের সেরা পাঁচ ব্যাটসম্যান কারা? খুব বেশি চিন্তা হয়তো করতে হবে না। ক্রিকেটপ্রেমীরা হাতের কর গুণে বলে দিতে পারবেন-বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, বাবর আজম, কেন উইলিয়ামসন আর জো রুট।
কিন্তু যদি তাদের মধ্যে সেরা বিচারে সিরিয়াল করতে হয়? তবে নিশ্চয়ই কাজটা মোটেই সহজ হবে না। কঠিন সে কাজটিই করলেন নিউজিল্যান্ড দলের লেগস্পিনার ইশ সোধি।
‘ফ্যাবিউলাস ফাইভে’ সোধি সবার ওপরে জায়গা দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং সেনসেশন বাবর আজমকে। ‘ক্রিকট্রেকার’-এর সাথে এক ইনস্টাগ্রাম লাইভে সেরা পাঁচ ব্যাটসম্যানের সিরিয়াল করেন কিউই লেগস্পিনার।
তিনি বলেন, ‘আমি বাবর আজমকে এক নম্বরে রাখব। স্টিভেন স্মিথ দ্বিতীয়, তারপর কেন উইলিয়ামসন ও বিরাট কোহলি, সবশেষে জো রুট।’
বাবর আজমকে এক নম্বরে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোধি বলেন, ‘এই ফ্যাব ফাইভের মধ্যে বল করা সবচেয়ে কঠিন বাবরকে। সে আসলেই একজন গ্রেট খেলোয়াড়।’
২৫ বছর বয়সী পাকিস্তানি ব্যাটসম্যানকে নিয়ে সোধি আরও বলেন, ‘আমার সবসময়ই বাবরকে বল করা কঠিন মনে হয়। আরব আমিরাতে গরমের মধ্যে আমরা তার বিপক্ষে নেমেছিলাম। সে আসলেই দুর্দান্ত খেলে আসছে।’
খবর২৪ঘন্টা/নই