1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কাশ্মীরে ১৫ আগস্টের পর কারফিউ শিথিল হবে : গভর্নর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

কাশ্মীরে ১৫ আগস্টের পর কারফিউ শিথিল হবে : গভর্নর

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: আগামী ১৫ আগস্টের পর কাশ্মীর উপত্যকায় জনসাধারণের চলাফেরায় আরোপিত বিধিনিষেধ (কারফিউ) শিথিল করা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক। গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এ ছাড়া কাশ্মীর উপত্যকায় বন্ধ করে রাখা টেলিযোগাযোগ ও ইন্টারনেট কবে চালু হবে সে বিষয়ে জানতে চাইলে মালিক জানান, তরুণ সমাজকে বিপথে পরিচালিত করে সংগঠিত করতে ফোন ও ইন্টারনেটকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত উপত্যকার সঙ্গে বাইরের যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে চান তিনি।

রাজ্যপাল আরো বলেন, ‘আমরা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ওসব জিনিস (টেলিযোগাযোগ ও ইন্টারনেট) শত্রুকে ব্যবহার করা সুযোগ করে দিতে চাই না। এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর ধীরেসুস্থে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হবে।’

অন্যদিকে সাবেক কংগ্রেস সভাপতি ও সংসদ সদস্য রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ এনেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে যাবতীয় বাকযুদ্ধের সূত্রপাত গত সোমবার। ওইদিন রাহুল গান্ধী মন্তব্য করেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ঠিক নেই, একাধিক জায়গায় সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এরপরই রাহুলকে উদ্দেশ করে সত্যপাল মালিক বলেন, ‘আমি রাহুল গান্ধীকে কাশ্মীরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিমান পাঠাব। সে বিমানে ঘুরে পরিস্থিতি দেখুন, তারপর কথা বলুন। আপনি দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ, আপনার এ রকম মন্তব্য করা উচিত নয়।’

এর পরই সত্যপাল মালিকের উদ্দেশে রাহুল গান্ধী টুইটে লেখেন, ‘বিরোধী দলের নেতাদের নিয়ে একসঙ্গে কাশ্মীর যেতে চাই। আপনার উষ্ণ নিমন্ত্রণ গ্রহণ করে জম্মু-কাশ্মীর ও লাদাখ সফর করতে চাই। আমাদের বিমান লাগবে না। শুধু স্বাধীনভাবে সফর এবং কাশ্মীরের মানুষ, রাজনৈতিক নেতা ও আমাদের সেনাদের সঙ্গে কথা বলতে দিতে হবে।’

ওই টুইটের জবাবে মালিক দাবি করেন, জম্মু-কাশ্মীরের বিষয়টি ইচ্ছাকৃতভাবে রাজনীতিকরণ করছেন রাহুল গান্ধী। এ ধরনের আচরণ করে পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছেন রাহুল গান্ধী, এমন অভিযোগও করেন রাজ্যপাল। পাশাপাশি মালিকের অভিযোগ, ভুয়া খবর বিশ্বাস করে এ ধরনের মন্তব্য করছেন রাহুল গান্ধী।

এ ছাড়া মালিক রাহুল গান্ধীর উদ্দেশে বলেন, ‘কাশ্মীর সম্পর্কে জানতে হলে ভারতীয় চ্যানেলগুলো দেখুন। গত সপ্তাহে এখানে ২০টি টিভি চ্যানেল ছিল। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি যাচাই করে, তারপর কথা বলা উচিত তাঁর।’

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST