1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কাশ্মির ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন ইরানের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন ইরানের

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপটেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: কাশ্মির ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। মঙ্গলবার ফোনে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি কাশ্মিরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তেহরানকে অবহিত করেন। এ সময় কাশ্মির ইস্যুতে নিজ দেশের অবস্থান তুলে ধরেন ইরানি মন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী কোরেশি কাশ্মিরে ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপের কথা জারিফকে জানিয়েছেন। তিনি কাশ্মীরিদের প্রতি ইরানি জনগণ ও সর্বোচ্চ নেতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় কাশ্মিরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য কোরেশিকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে ভারত অধিকৃত অঞ্চলটির মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জারিফ। তিনি উপত্যকার জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন। একইসঙ্গে এ বিষয়ে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। সূত্র: পার্স টুডে, ডন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST