আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। খবর এনডিটিভির।
শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বন্দিপোরা জেলার উলার ভিউ পয়েন্টের কাছে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসেবে বাজে আবহাওয়ার কথা উল্লেখ করছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
এর আগে, গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়। ওই সময় রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি। এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন।
বিএ..