আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী বার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতী থাকবে। রাজশাহী বার আইনজীবী সমিতির নির্বাচনে এবারো দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই প্যানেলের পক্ষ থেকেই ভোটারদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে। রাজশাহি বার আইনজীবী সমিতির নির্বাচনে বরাবরই এগিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। মাঝখানে দুই নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করলেও
পরের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এবারও তার অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ইতিমধ্যেই প্যানেল পরিচিতি সভা করেছেন। এখানে তারা ইশতেহার দিয়ে জিতের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানিয়েছেন। দুটি প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বাবু- শরিফ পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ মনোনীত মোজাম্মেল হক- পারভেজ জাহেদী পরিষদ। দুই প্যানেলই ভোটারদের কাছে ভোট চেয়েছেন নিজেদের প্রার্থীকে বিজয়ী করার জন্য। তবে
কিছু কিছু আইনজীবী বলছেন এবারের নির্বাচনে মোজাম্মেল- জাহেদী পরিষদ নিরন্কুস জয়লাভ করবে আবার কেউ কেউ বলছেন বাবু- শরিফ পরিষদ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তবে আগামীকাল ভোট গ্রহণ ও গননার মাধ্যমে জানা যাবে কারা এবারের নির্বাচনে জয়লাভ করবে।
এস/আর