নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল শুক্রবার থেকে রাজশাহী মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন অটোরিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে না। রেজিস্ট্রেশনবিহীন এসব অটোরিক্সার বিরুদ্ধে অভিযানে নামবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক)। রেজিস্ট্রেশনকৃত অটো ও চার্জার রিক্সা চলাচল করতে পারবে। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের উপ যানবাহন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর হতে
রাজশাহী সিটি কর্পোরেশন ও আরএমপি এর সহযোগিতায় অটোরিকশা ও চার্জার রিকশা নীতিমালা অনুযায়ী অভিযান শুরু করবে। চিকন চাকা বিশিষ্ট চার্জার রিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না। অটো/চার্জার রিকশা রেজিস্ট্রেশন কার্ড ও চালক রেজিস্ট্রেশন কার্ড গাড়িতে রাখতে হবে। যারা এখনো রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেননি তাদেরকে ৩১ অক্টোবরের মধ্যে নগর ভবন হতে সংগ্রহ করে নিতে হবে। অটো ও চার্জার রিকশা মালিক যারা এখনো নবায়নের আবেদন করেননি, তাদেরকে ৩১ অক্টোবরের মধ্যে নবায়নের
আবেদন করার জন্য বলা হয়েছে। নবায়ন না করা হলে ১লা নভেম্বর হতে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। নভেম্বর হতে অটোরিকশার জোড় সংখ্যার রং মেরুন ও বিজোর সংখ্যার রং পিত্তি করে রাস্তায় গাড়ি বের করতে হবে। মাসের ১ম সপ্তাহ ও ৩য় সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর আড়াইটা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত পিত্তি রং এর অটোরিকশা চলাচল করবে।
মাসের ২য় সপ্তাহ ও ৪র্থ সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং এবং দুপুর আড়াইটাহতে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেরুন রং এর অটোরিকশা চলাচল করবে। তবে শুক্রবার সারাদিন ও সরকারী ছুটির দিনে সারাদিন এবং প্রতিদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত উভয় রং এর অটোরিকশা চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।
আর/এস