খবর ২৪ঘণ্টা ডেস্ক: নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির এবং নাছিরের ছেলে ব্যারিস্টার মীর হেলালের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি তরিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার ওই তিন প্রার্থীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই তিন প্রার্থী।
তবে এ বিষয়ে শুনানির জন্য তিন প্রার্থী অন্য কোনো বেঞ্চ যাবেন বলে জানা গেছে।
জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।
এই আদেশের বিরুদ্ধে হাওলাদার ইসিতে আপিল করেন। ইসিও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ নাছির ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু ঋণখেলাপির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তারা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলেও তাদের মনোনয়ন অবৈধ ঘোষিত হয়।
ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই তিন প্রার্থী।
খবর ২৪ঘণ্টা/ নই