খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কৃষক দলের সহ-দফতর সম্পাদক এস কে সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর পৌনে তিনটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগর, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, কৃষক দলের নেতা মো. হারুন প্রমুখ।
গেলো ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার হন শামসুজ্জামান দুদু। রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরের দিন মঙ্গলবার রমনা থানার পুলিশ শামসুজ্জামান দুদুকে আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন করে। ওই দিন দুদুর আইনজীবীর জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তখন পুলিশের প্রতিবেদনে বলা হয়, ৮ ফেব্রুয়ারি দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় এক থেকে দেড় হাজার নেতাকর্মী লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে ও অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় সরকারবিরোধী স্লোগান দেন এবং গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ