খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৩ হাজারেরও অধিক হাজতিকে সামিয়ক মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরইমধ্যে এসব হাজতির তালিকা পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
জামিনযোগ্য ছোট ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট, বৃদ্ধ ও অসুস্থ হাজতিদের এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে।
কারা অধিদফতর সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তারা এই তালিকা পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে এই তালিকা আইন মন্ত্রণালয় হয়ে যাবে আদালতে। মূলত আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জামিনের বিষয়ে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে জানান, শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগার নয় সারাদেশের কারগারগুলো থেকে এসব হাজতিকে সাময়িক মুক্তি দেয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রতি বছরই ঈদ, নববর্ষ ও জাতীয় দিবসের মতো বিশেষ দিনগুলোতে বিভিন্ন দিক বিবেচনায় কিছু বন্দীকে মুক্তি দেয়া হয়। এবার সেইরকম একটি পৃথক তালিকাও পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।
খবর ২৪ ঘন্টা/ বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।