খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: স্ন্যাক্স, মদ, তামাক ছাড়া জীবনটা পানসে হয়ে যাচ্ছিল কারাবন্দী জ্যাঁসুয়া হ্যানসেনের। এসবের টানেই কারাগার থেকে পালান তিনি। ফিরেও আসেন। কিন্তু ধরা পড়েন হাতেনাতে। এতে নতুন অভিযোগের বোঝা চাপে তাঁর কাঁধে।
কারাগার থেকে পালিয়ে তিন বোতল ব্র্যান্ডি, এক বোতল হুইস্কি, কয়েক পোঁটলা তামাক, স্ন্যাক্স, ফল আর বাড়িতে তৈরি খাবার কেনেন হানসেন। পশমি কাপড়ের ব্যাগ ভর্তি করেন সেসব দিয়ে। এরপর আবার কারাগারে ঢুকতে যান।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টি কারাগারে ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ব্যবস্থা নেয়। ফিরে আসার সময় মালপত্রসহ ধরা পরেন হ্যানসেন।ডালাস নিউজ বলছে, জ্যাঁসুয়া হ্যানসেনের ২৭ মাসের কারাদণ্ড ও মাদক পাচারসংক্রান্ত অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এখন তাঁর বিরুদ্ধে কারাগার থেকে পালানোর অভিযোগও উঠেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ