নিজস্ব প্রতিবেদক :
কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার মালোপাড়াস্থ নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
এতে নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ তাই থেকে কারাগারে আদালত স্থানান্তরের তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি৷ জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।