ভোট কারচুপির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম খান নির্বাচন বর্জন করেছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এর আগে সকাল ৮টায় পৌরসভার মোট ১১টি কেন্দ্রের সবকটিতে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটগ্রহণ শুরুর পর সবকটি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকে ওপেন ভোট নেয়ার অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া ও বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন আব্দু।
নির্বাচন বর্জনের বিষয়ে মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম খান বলেন, ভোটের সুষ্ঠু কোনো পরিবেশ নেই। নৌকার লোকজন জোর করে নৌকায় ভোট দিতে ভোটারদের বাধ্য করছে।
তিনি আরও বলেন, ভোটাররা ফিঙ্গার দেয়ার পর নৌকার লোকজনই নৌকায় ভোট দিচ্ছে। বলছে কাউন্সিলর ভোট যাকে খুশি তাকে দেন। নৌকার ভোট হয়ে গেছে। বেশি কথা বললে পুলিশ দিয়ে গ্রেফতারের ভয়ও দেখানো হচ্ছে।
জেএন